‘তন্ত্র’ শব্দের অনেক অর্থের মধ্যে একটি হলো ত্রাণ বা মুক্তি। যে শাস্ত্রানুযায়ী সাধন করলে জীবের মোক্ষ বা মুক্তি লাভ হয়, সাধারণভাবে তাকেই বলা হয় তন্ত্র। তত্ত্ব ও মন্ত্রের সমন্বয় হচ্ছে তন্ত্র।
সূর্য্য ও চন্দ্রের সঙ্গে মানুযের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। চন্দ্রগ্রহণ ও সূর্য্য গ্রহণ শুধুমাত্র কোন প্রাকৃতিক ঘটনা নয়, মানুষের স্বপ্নপূরণ বা সিদ্ধিলাভের অমৃতযোগ। তান্ত্রিকেরা এই সময় প্রস্তুত থাকে হোমাদি দ্বারা গুহ্য মন্ত্র উচ্চারণের মাধ্যমে সিদ্ধিলাভের আশায়। গ্রহণের এই ব্রহ্মক্ষণে মহাজাগতিক শক্তির বিক্ষিপ্ত বিকিরণে গুহ্যতন্ত্র পূর্ণত্ব লাভ করে। আর এই তন্ত্রের হাত ধরেই বহুদিনের আটকে থাকা কাজ সহজেই করে ফেলা যায়।
তাই দেরি না করে এক্ষুনি ফোন করুন:- ৯৮৩০৬৩৭৭৬৬ এই নম্বরে।
****** চন্দ্রগ্রহণের বিশেষ টোটকা ******
চন্দ্রগ্রহণের সময় শ্বেত অপরাজিতার মূল তুলে ছেলেরা ডান হাতে ও মেয়েরা বাম হাতে সাদা সুতায় ধারণ করলে অভিষ্ঠ কাজ সিদ্ধ হয়।
*****************************************
যদি আপনাদের কোন উপকারে লাগে তাহলে
আপনাদের সামর্থমত সাহায্য করুন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন