আগামী ১২/০৯/২০১৭ তারিখ সকাল ০৬:৫৬মি: বৃহস্পতিগ্রহ কন্যা রাশি পরিত্যাগ করে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। তুলারাশি রাশিচক্রের সপ্তম স্থান এবং বৃহস্পতিগ্রহ রাশিচক্রের নবম স্থানাধীপতি। অর্থাৎ বলা যায় গোচরস্থ বৃহস্পতির অবস্থান রাশিচক্রের সপ্তমে বা ভাগ্যপতি বৃহস্পতি সপ্তমে অবস্থিত।
বৃহস্পতি তুলা রাশিতে ১১/১০/২০১৮ পর্যন্ত অবস্থান করবে। এই এক বছরের অধিক সময় মেষ ও কর্কট রাশির শুভ সময়।
অন্য দিকে ১৮/০৮/২০১৭ তারিখে রাহু সিংহ রাশি পরিত্যাগ করে কর্কট রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক সম সপ্তমে মকর রাশিতে কেতু শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। আগামী ০৭/০৩/২০১৯ তারিখে রাহু ও কেতু স্থান পরিবর্তন করে যথাক্রমে মিথুন ও ধনু রাশিতে গমন করবে।
আবার ২৬/০১/২০১৭ তে শনি ধনু রাশিতে প্রবেশ করেছিল। এবং ০৪/০৪/২০১৭ তারিখে শনি বক্রী হয়ে পুনরায় বৃশ্চিকরাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে ফিরে এসেছে। বর্তমানে শনি বৃশ্চিকরাশিতে থাকলেও ২৭/১০/২০১৭ তারিখে আবার ফিরে যাবে ধনুরাশির মূলা নক্ষত্রে। আগামী ২৪/০১/২০২০তারিখে শনি তার নিজ রাশি মকরে গমন করবে।
এবার ২৭/১০/২০১৭ থেকে ১১/১০/২০১৮ পর্যন্ত চারটি গ্রহের অবস্থান চিত্রে দেওয়া হল। কর্কটে (অধিপতি চন্দ্র) রাহু, মকরে (অধিপতি শনি) কেতু, তুলায় (অধিপতি শুক্র) বৃহস্পতি। ধনু (অধিপতি বৃহস্পতি) শনি।
কর্কটরাশি জল রাশি। কর্কটের অধিপতি চন্দ্র মনের কারকগ্রহ। রাহু চণ্ডাল জাতি। অশুভ রাহুর প্রভাবে মন অশান্ত হবে। মানুষ বদ মেজাজী ও হঠকারী কার্য করবে। পার্থিব বস্তুর প্রতি মানুষের আকাঙ্ক্ষা বারবে। অন্যদিকে মকর ও জল রাশি। এবং কেতু হল অনিশ্চয়তার কারকগ্রহ। ফলে অশুভ রাহু কেতুর প্রভাবে মানুষের জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে পরবে। প্রাকৃতিক দিক থেকে জলোচ্ছ্বাস বা সুনামির সম্ভোবনা থাকছে।
তবে রাশিচক্রের চতুর্থে, সপ্তমে, নবমে ও দশমে এই সকল গ্রহের সঞ্চারের ফলে রাশিচক্রে বেশ কিছু শুভ সমন্বয় লখ্য করা যাচ্ছে। যেমন যাদের দাম্পত্য কলহ চলছে বা যারা অনূঢ়া তাদের সমস্যার সমাধান হতে পারে। কম্পিউটার, মোবাইল প্রভৃতি সংস্থার সাথে যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পখ্যে শুভ। প্রতিটি মানুষের আর্থিক অবস্থা ও ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। তন্ত্র ও গুপ্ত বিদ্যার প্রসার লাভ ঘটবে। মানুষ বেশী প্রতারিত হবে।
Help Line : 9830637766
Booking : 9804688364
*****************************************
যদি আপনাদের কোন উপকারে লাগে তাহলে
আপনাদের সামর্থমত সাহায্য করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন